সাভারে তাবলীগ ফেরত ১১ জনের ৯ বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিবেদক সাভার
সাভারে গত দু-দিন আগে ১১ জন ব্যক্তি তাবলীগ থেকে ফিরে আসায় পৌর এলাকার ৯ বাড়ি লকডাউন করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সাভার পৌর এলাকার ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিল সানজিদা সারমিন মুক্তা বলেন, তারা সবাই গত দুই দিন আগে সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে তাবলীগ-জামাত করে এসেছেন৷ তাই করোনা পাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রশাসনের নির্দেশে ৭ বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে৷ প্রতিটি বাড়ির সামনে লাল কাপর লাগিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা মতাবেক তারা আগামী দিন সেভাবে চলবেন এবং ২নং ওয়ার্ড সুতার নোয়াদ্দা এলাকায় একটি বাড়ি এবং ব্যাংককলোনী ৫নং ওয়ার্ডে ১ টি মোট ৯ টি বাড়ি লকডাউন করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, স্থানীয় জনগনের খবর ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করেন স্থানীয়রাসহ কাউন্সিলর।
জার্নাল বাংলা/সাইফুল