করোনায় পাকিস্তানের ক্রিকেটারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস মহামারীতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজের মৃত্যু হয়েছে। তিনি দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। সোমবার তিনি পেশোয়ারের হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। সর্বোচ্চ পর্যায়ে খেলা কোন ক্রিকেটারের এই প্রাণঘাতি ভাইরাসে মৃত্যুবরণ করার ঘটনা এই প্রথম।
সপ্তাহখানেক আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। তিন দিনের মধ্যে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সোমবার সেখানেই মারা যান তিনি।
১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর পেশোয়ারের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। খেলা ছাড়ার পর কোচিংয়েও নাম লেখান, সেখানে বাড়ে বেশ পরিচিতিও।
তার ছোটভাই আখতার সরফজার খেলেছেন পাকিস্তান জাতীয় দলেও। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আখতার।
মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭০৭ জন মানুষ। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৬ জন।
সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম ও গালফ নিউজ
- জার্নাল বাংলা/সাবা