নোয়াখালীতে রাতে আগুনে পুড়ল দোকান
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় ৩টি দোকান পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানা যাবে