পুলিশ জনগণের বন্ধু: আইজিপি
রাকিব হোসেন (কোটচাঁদপুর প্রতিনিধি)
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ হচ্ছে জনগনের বন্ধু। আমরা সর্বদা জনগনকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার পুলিশের পক্ষ হতে বুধবার রাতব্যাপী কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকার হত দরিদ্র পরিবারের মধ্যে এান সামগ্রী বিতরণ করা হয়েছে কোটচাঁদপুর পুলিশ সুপার
পুলিশ সুপার হাসান জামান রাতব্যাপী এ সব এান সামগ্রি বিতরন করেন।কোটচাঁদপুর উপজেলার
হাসানুজ্জামান (পিপিএম) বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ হতে চাল,ডাল, তৈল, আলু ,সাবান সহ বিভিন্ন এান সামগ্রি বিতরন করা হয়। করোনা ভাইরাস রোধে হত দরিদ্র মানুষের মাঝে রাতব্যাপি এ সব এান সামগ্রি বিতরন কালে তাদের করোনা ভাইরাস সম্পর্ক সচেতন করা হয়। তিনি আরো জানান, হত দরিদ্র মানুষের মাঝে জেলা পুলিশের এ এান সামগ্রি বিতরন অব্যাহত থাকবে।
এছাড়া এলাকার সন্দেহভাজন রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
জার্নাল বাংলা/রাকিব/অর্ণব