ঝিনাইদহের ডাকবাংলা বাজারের মাটিতে প্রথম ধরলো খেজুর!
আশাদুজ্জামান সোহাগ(ঝিনাইদহ প্রতিনিধি)
ডঃ হাজী আব্দুল মান্নান ৫ বছর আগে সৌদি আরবে হজ্জে গিয়ে খেজুর নিয়াসেন খাওয়ার জন্য । সেই খেজুরের আঁটি থেকে তৈরি করেন চারাগাছ। গাছটি রোপন করেন তার নিজ বাসার ছামনে।গত বছর গাছে খেজুরের ফুল এসেছিল অনেক কিন্তু খেজুর ধরেনি।তখন তিনি বুঝতে পারলেন পুরুষ ফুলের ছোয়া না লাগাই ফুল ঝরে গেছিলো। তিনি জানতে পারেন মেহেরপরে আছে পুরুষ গাছ।
এ বছর মেহেরপুর থেকে পুরুষ ফুল এনে ছোয়া লাগানোই এবার গাছে বেশ ফল এসেছে। তিনি এখন আরো চারটি গাছ লগিয়েছেন এর ভেতর একটি গাছ মারা গেছে।
গাছটি দেখতে পাবেন ডাকবাংলা বাজারের আল জিজিয়া হসপিটালের ছামনে।ডাকবাংলা বাজারের উপরে হওয়ায় সৌদি আরবের খেজুর গাছ এটা অনেকে দেখাতে আসে।
তবে বাংলাদেশের অনেক যাইগাতে এখন খেজুর বাগান করে চাষ হচ্ছে।
তিনি জানান,অনেক পরিশ্রমের পর এবার খেজুর ধরেছে এতে বেশ আনন্দিত আমি।তবে একটা পুরুষ গাছ হলে বেশ ভাল হত। তিনি পুরুষ গাছ সংগ্রহের জন্য ইতোমধ্যে চ্যানেল আইয়ের শাইখ সিরাজের পরিচিত নজরুল ইসলাম বাদল নামের একজনের টাকাও পাঠাই কিন্তু তিনি গাছ ও পাননি আবার টাকাও ফেরত পাননি।তিনি বলেন একটি পুরুষ ফুলের গাছ এখন খুবই প্রয়োজন।
জার্নাল বাংলা/অর্ণব/আশাদুজ্জামান