ঝিনাইদহে এক কন্যা সন্তানের নাম রাখা হলো করোনা
আশাদুজ্জমান সোহাগ ঝিনাইদহ
আশাদুজ্জমান সোহাগ ঝিনাইদহঃ ঝিনাইদহে এক কন্যা সন্তানের নাম রাখা হলো করোনা।
বিয়ের ১৭ বছর পর করোনার মহামারী ভিতরও ফুটফুটে কন্যা সন্তানটি পেয়ে অনেক খুশি সাদেক ও সালেহা দম্পতি।
এমন মহামারীর ভিতরও আল্লাহর অশেষ রহমতে সুস্থ কন্যা সন্তানটির নাম তাই করোনা রাখা হয়েছে।
তাই পরিবারে মাঝে আনন্দ বিরাজ করছে।
জার্নাল বাংলা/অর্ণব/আশাদুজ্জমান