খাগড়াছড়িতে কোয়ারেন্টাইনে থাকা গার্মেন্টস কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের (২৩) মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিল।
রবিবার সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির জেলা সদরের ঘুগড়াছড়ি এলাকার এ কে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার তিনি ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে আসেন। পরে অপর পাঁচজনের সঙ্গে তিনি ওই বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে ছিলেন।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আপাতত করোনার উপসর্গ রয়েছে এমনটা ধরে নিয়েই দাহক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, গত ২ দিনের ব্যবধানে খাগড়াছড়ি জেলায় কোয়ারেন্টানের সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে। খাগড়াছড়িতে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৮৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৮৬ জন।