নওগাঁর আত্রাইয়ে এক যুবকের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
ওগাঁর আত্রাইয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরত এক যুবকের করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন। করোনা পজেটিভের বিষয়টি রবিবার রাত ৯ টারদিকে হাতে পান সিভিল সার্জন।
বিষয়টি নিশ্চিত করতে রাত ১০টার দিকে আবারও তার নমুন সংগ্রহ করা হয়েছে।৯ এপ্রিল থেকেই তিনি হোম কোরাইন্টে রয়েছেন।
নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, নারায়ণগঞ্জ থেকে ফেরত ওই যুবক গত ৯ এপ্রিল বলরামচক গ্রামের বাড়ি আসেন। এরপর তিনি ঘরের মধ্যে থাকলেও পরে স্থানীয়রা প্রশাসনকে জানালে ১৬ এপ্রিল মাজেদুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১৭ এপ্রিল রামেকে নমুনা পাঠানো হয়। করোনা পজেটিভের বিষয়টি রবিবার রাত ৯ টারদিকে হাতে পাওয়া গেছে।
সিভিল সার্জন আরো জানান, বিষয়টি আরো নিশ্চিত হতে রাত ১০টার দিকে আবারও তার নমুন সংগ্রহ করা এবং স্থানীয় প্রশাসন দিয়ে তার বাড়ি পুরোপুরি লকডাউন করা হয়েছে। নওগাঁয় এই প্রথম কোন ব্যক্তির করোনার পজিটিভ এলো বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
জার্নাল বাংলা/সাবা