লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. রাজিব(১৮) নামের ঢাকা ফেরত এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের চৌধুরী বাজার এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাজিব ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, ঢাকার একটি হোটেলে কাজ করতো রাজিব। কয়েকদিন আগে সে ঢাকা থেকে বাড়িতে আসে। গত দুই দিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। রবিবারে সকাল থেকে ডায়রিয়া দেখা দিলে রাতে তার মৃত্যু হয়।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস জানান, মৃত ওই তরুণের করোনার উপসর্গ থাকায় তার পরিবারের ১০ সদস্যেরও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।