বারহাট্টায় প্রয়াত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়ি গ্রামের মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল লতিফ (৭২) সোমবার ময়মনসিংহ জেলার গৌরীপুরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গার্ড অব অনার শেষে রাতে তার লাশ উপজেলার বড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর নামাজে জানাযায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার আশরাফ আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কাউন্সিলের বারহাট্টা উপজেলা কমান্ডের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।