৮৫ বস্তা চালসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের আক্কেলপুর থেকে ৮৫ বস্তা সরকারি চালসহ মেহেদি হাসান নামের খাদ্য বান্ধব কর্মসূচীর এক ডিলারকে আটক করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার কাঁঠাল বাড়ির একটি গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয়। ওই ব্যবসায়ী আক্কেলপুরের কোলা গনিপুর গ্রামের দেওয়ান আশরাফ আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত মেহেদি হাসান স্থানীয় সোনামুখী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার। ওই ইউনিয়নের বরাদ্দ পাওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে কাঁঠাল বাড়ির তার নিজস্ব গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মজুত রাখা ওই চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।