গান্নায় তরমুজ চাষীর মাথায় হাত
আশাদুজ্জামান সোহাগ(ঝিনাইদহ প্রতিনিধি)
আশাদুজ্জামান সোহাগ: ঝিনাইদহে জেলার সদর ইউনিয়ানএর গান্না ইউনিয়নের উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানী ঢাকা, বগুড়া এবং পাশের দেশ ভাগ রতেও। যার একটা বড় অংশ উৎপাদিত হয় গান্না ইউনিয়নের গ্রামগুলোতে।
তবে করোনায় বিপাকে পড়েছেন এসকল তরমুজ চাষীরা। সামনের রজমানেও তেমন বেচাবিক্রি হবে কিনা সন্দেহ। গত মৌসুমে অনেক চাষী লাভের মুখ দেখেনি। এবারও ক্ষতিকর কারন হয়ে দাড়িয়েছে মহামারী।
চাষীরা মনে করেন, তরমুজের বড় বাজার ঢাকা। করোনার কারনে পুরো রাজধানী ফাঁকা অপরদিকে পরিবহণ ব্যবস্থাও বন্ধ। একদিকে চাহিদা কম আরেক দিকে পরিবহণ সংকট। অনেকে বলেন, এবার ফলনও কম। বৃষ্টির কারনে ঝড়ে গেছে ফুল/ কড়া। সব মিলিয়ে মাথায় হাত তরমুজ চাষীর।
জার্নাল বাংলা/অর্ণব/আশাদুজ্জামান