মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের মুজিবনগরে প্রথম একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মী। উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:উসমান গনি।
জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন। তিনি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ বুধবার সকালে পাঁচজনের ফলাফল এসেছে। তার মধ্যে একজর ফনেলাফল পজেটিভ এসেছে। তার শারিরীক অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরবর্তিতে পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি এই মুহুর্ত থেকে মেহেরপুরবাসীকে আর ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
জার্নাল বাংলা/অর্ণব