রংপুরে করোনা আক্রান্ত দুই বাড়ি ও ক্লিনিক লকডাউন
নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনায় আক্রান্ত ব্যক্তি রংপুর শহরের কটকিপাড়ায় বাসা ভাড়া বাসায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে। রংপুর থেকে কর্মস্থলে যাতায়াত করতেন তিনি।
এছাড়া শহরের গণেশপুর এলাকার বাসিন্দা এক ক্লিনিক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই দুই ব্যক্তির বাড়িসহ আরকে রোডের টে·টাইল মোড়ের নিউ মুক্তি ক্লিনিক লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরের দুইজনসহ বিভাগের পাঁচ জেলায় আটজনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগে মোট ৬১ জন করোনায় আক্রান্ত হলেন।
জার্নাল বাংলা/সাবা