চীনে নতুন ১০ জনের করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। করোনার উৎপত্তিস্থল চীনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও আবারো নতুন করে ১০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা গেলো দিনের শনাক্ত ৩০ জনের চেয়ে কম। এদিকে টানা ৬ দিনের মত চীনে নতুন কোন মৃত্যু রেকর্ড করা হয়নি।
চীনা ন্যাশনাল হেলথ কমিশন বলছে, ১০ জনের মধ্যে ৬ জন বাইরের দেশ থেকে এসেছে। করোনা আক্রান্ত যাদের মধ্যে কোন লক্ষণ প্রকাশ পায়নি সেই সংখ্যাও ৪২ থেকে নেমে ২৭ এ দাঁড়িয়েছে।
এতে চীনে মোটা করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮২ হাজার ৭৯৮। প্রাণহানি হয়েছে ৪ হাজার ৬৩২ জনের।
জার্নাল বাংলা/অর্ণব