আশুলিয়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
বাবলু ইসলাম অর্ণব
ঢাকার আশুলিয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির ছাদে এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিন জন।
গতকাল বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ঘোষবাগ ভূইয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আশুলিয়ার ঘোষবাগ ভূইয়াপাড়া এলাকার জালাল মাস্টারের ছেলে শাকিল (২৮), তার ছেলে শান্ত (৮) এবং জাহাঙ্গীর আলমের ছেলে অভি (৯)।
সোহেল নাটোর জেলার হরিদাশপুর থানা এলাকার চাঁন মিয়ার ছেলে।
বিদ্যুতের খুঁটিতে জড়িয়ে পড়া ঘুড়ি ছাদে থাকা লোহার রড দিয়ে ছাড়ানোর চেষ্টা করলে একে একে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের।