দিরাইয়ে সাংবাদিকদের পিপিই প্রদান
রানা সরকার
নামগঞ্জের দিরাইয়ে কর্মরত চার সাংবাদিককে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। গতকাল বৃহস্পতিবার রাতে দিরাই পৌর সদরের নিজ বাসভবনে সাংবাদিকদের হাতে এই পিপিই তুলে দেন তিনি।
এমপির এমন উদ্যোগের প্রশংসা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।
এ ব্যাপারে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন বলেন, দেশে করোনাভাইরাসের থাবা পড়েছে। এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য মাঠে কাজ করছেন গণমাধ্যম কর্মীরা। নিজের নিরাপত্তা বিধানে এমপি মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।