সিলেট বিভাগে আরো ১৬ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ৫ জন, সুনামগঞ্জে ৮ জন এবং হবিগঞ্জে ৩ জন রয়েছেন। এ নিয়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।
নতুন ১৬ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ওসমানী মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে ১৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের ফলাফল পজেটিভ এসেছে।’ তবে আক্রান্তরা কে কোন জেলার সে বিষয়ে জানাতে চাননি তিনি।
তবে অন্য সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে সিলেট জেলার ৫ জন, সুনামগঞ্জের ৮ জন এবং হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের বাহুবল, আজিমিরিগঞ্জ ও মাধবপুরে একজন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার। বাকি দুইজন নারী।
জার্নাল বাংলা/অর্ণব