হবিগঞ্জে নতুন করে তিনজন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
বিগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ২১। যার মাঝে একজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন।
বৃহস্পতিবার রাত গভীর রাতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমানজানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে পরীক্ষায় হবিগঞ্জের তিনজনের নমুনায় করোনা পজিটিভ ফলাফল এসেছে। এদিন সিলেট বিভাগে মোট ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে এ পর্যন্ত সবচেয়ে বেশী করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জে। সে সূত্রে লাখাই ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।
জার্নাল বাংলা/সাবা