জামালপুরে আরও ৫ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ৫ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মাহবুবুর রহমান।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের সংগৃহীত নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা জামালপুর সদরের, বাকি ৪ জনের মধ্যে দুইজন বকশীগঞ্জ এবং দুইজন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৩৮ জনের মধ্যে দুইজন চিকিৎসকসহ ১৩ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।
তিনি আরও জানান সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।