ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর
নান্দিতা রংপুর প্রতিনিধি
রংপুরে এক ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে রংপুরের পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাঁট যাচ্ছিল। অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে রংপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
জার্নাল বাংলা/অর্ণব/নান্দিতা