ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ৬৭ মামলা, জরিমানা
নিজস্ব প্রতিবেদক
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। যারা এই নির্দেশনা মানছেন না তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
অন্যান্য দিনের মতো আজ শনিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৭টি মামলায় ৬৪ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্র জানিয়েছে, ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রমনা বিভাগে ১৮টি মামলায় ৭ হাজার ১০০ টাকা, মতিঝিল বিভাগে ৯টি মামলায় ৩ হাজার টাকা, লালবাগ বিভাগে ১৫টি মামলায় ৪ হাজার ১৫০ টাকা, ওয়ারী বিভাগে ৩টি মামলায় ১ হাজার ৪০০ টাকা, তেজগাঁও বিভাগে ৯টি মামলায় ৩৫ হাজার ৬০০ টাকা, মিরপুর বিভাগে ৬টি মামলায় ৬ হাজার টাকা ও গুলশান বিভাগে ৭টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএমপি সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এই দুর্যোগময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
জার্নাল বাংলা/সাবা