রাজশাহীতে প্রথম করোনাভাইরাসে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আশি বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এই প্রথম রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলো।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত রোগী রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ গাওপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক।
এ বিষয়ে তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের চিকিৎসকের প্রধান ডা. আজিজুল হক আযাদের অধীন আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মৃত বৃদ্ধের ছেলে মনিরুল ইসলাম মনি জানান, সরকারিভাবে রাজশাহীতে লাশ দাফন করা হবে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, বাঘা উপজেলার গাওপাড়া গ্রামের ওই বৃদ্ধ কুলা বিক্রি করতেন।
গত শুক্রবার (১৭ এপ্রিল) জ্বর ও প্রস্রাবের জ্বালা নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ না থাকায় তার সংস্পর্শে আসেন অন্তত ৪২ চিকিৎসক, নার্স ও কর্মচারী। পরে গত সোমবার (২০ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। এরপরই হাসপাতালের ওই ৪২ ডাক্তার, নার্স ও কর্মচারী কোয়ারেন্টিনে চলে যান। গত মঙ্গলবার ও বুধবার তারা করোনা পরীক্ষা করান। তবে তাদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
জার্নাল বাংলা/অর্ণব