সুস্থ হয়ে চট্টগ্রাম ফিরলেন আল্লামা শফী
নিজস্ব প্রতিবেদক
সুস্থ হয়ে চট্টগ্রামে নিজ বাড়িতে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গত ১১ এপ্রিল থেকে বার্ধক্যজনিত শারীরিক নানা সমস্যা নিয়ে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন।
আজ রোববার দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে হেফাজত আমিরকে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আনা হয়েছে। তিনি ঐতিহ্যবাহী হাটহাজারী এই মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।
মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ এপ্রিল থেকে বার্ধক্যজনিত শারীরিক সমস্যার কারণে হেফাজত আমির ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর তাকে চট্টগ্রামে আনা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়। তবে নেই নমুনা নেগেটিভ আসে।