জামালপুরে করোনায় আক্রান্ত আরও৭ জন
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।
জানা যায়, জামালপুর জেলায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ ৭ জনের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জামালপুর সদর উপজেলার তিনজন ও সরিষাবাড়ি উপজেলার তিনজন।
জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১জন। এদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ২১ জন, মাদারগঞ্জে ১১ জন, বকশীগঞ্জে ৪ জন, দেওয়ানগঞ্জে ৩ জন, ইসলামপুরে ৬ জন ও সরিষাবাড়িতে ৩ জন।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রোববার ও সোমবারে ৬৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় ৫১ জন শনাক্ত হলো। আক্রান্তদের রাতেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হবে।
জার্নাল বাংলা/অর্ণব