নিউ ইয়র্কে নারীর এপার্টমেন্টে ফ্রিজে মিলল মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্রিজের ভিতর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১ টায় ফ্রিজের মধ্যে থেকে টেপ দিয়ে প্যাচানো মরদেহ উদ্ধার করা হয়।
নিউ ইয়র্ক পুলিশ বলছে, দুপুরে ফ্লাটে আসে ওই অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে, ওই সময়ই নারীর শোবার ঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ফ্রিজের মধ্যে মৃতদেহটি পুরো টেপ দিয়ে আটকানো। তবে মরদেহটি পুরুষ নাকি নারী সে বিষয়ে এখনো জানা যায়নি। এরই মধ্যে রহস্যজনক মৃত্যু খতিয়ে দেখতে শুরু করেছেন নিউ ইয়র্কের মেডিক্যাল এক্সামিনাররা।