সিদ্ধিরগঞ্জে লবণ বোঝাই কাভার্ডভ্যান থেকে ৫৯ হাজার ইয়াবা উদ্ধার
জার্নাল বাংলা ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে লবণ বোঝাই কাভার্ডভ্যান থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ওই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে এগুলো উদ্ধার করে র্যাব। এ ঘটনায় ওই কাভার্ডভ্যানের চালক জিয়া বেপারী (৪০) ও তার সহযোগী মুন্না ওরফে আলাউদ্দিনকে (২২) আটক করা হয়। এ ব্যাপারে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আমাদের এক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার হবে। তাদের আটক করতে কুমিল্লা থেকে র্যাবও গাড়িটিকে অনুসরণ করতে থাকে। পরে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এসে তাদের আটক করে।
লবণ বোঝাই ওই কাভার্ডভ্যানটি থেকে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।