ঝালকাঠিতে করোনায় মোট করোনায় আক্রান্ত ১১ জন
জার্নাল বাংলা ডেস্ক
ঝালকাঠি পৌর শহরের এক এলাকায় এবার এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া শহরতলীর আরও এক নতুন এলাকায় আরেক পুরুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে দুইজনসহ জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। এদের মধ্যে দু’জন নারী। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার।
সিভিল সার্জন বলেন, পরীক্ষায় নতুন দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক নারী পৌর শহরের বাসিন্দা। এ পর্যন্ত ৪৭৪ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ৩৮৪ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও পুলিশ কর্মকর্তাসহ ১১জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
এদিকে ঝালকাঠি পৌর শহরের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় খবর পেয়ে জনমনে শঙ্কা বেড়েছে। কিন্তু সচেতনতার অভাব রয়েই গেছে। পথঘাটে নানা অজুহাতে প্রতিদিনই মানুষের সমাগম বাড়ছে। আইন-শৃঙ্খলাবাহিনী ও মোবাইল কোর্ট বন্ধ করতে পারছে না মানুষকে ঘরমুখী করতে।