করোনায় আক্রান্ত হবিগঞ্জে ১০ কর্মকর্তা-কর্মচারীসহ
নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। সর্বশেষ প্রশাসনের আরও এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।
সোমবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানেরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
সিলেট পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট আসে বলে জানান ডা. মুখলিছুর রহমান।
হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ জন হয়েছে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ১০ জন।