কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রণোদনা দাবি
নিজস্ব প্রতিনিধি
করোনায় কর্মহীন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা প্রণোদনার দাবিতে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কের দারিয়াপুর এলাকায় বুধবার সদর উপজেলার কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধনে আশেপাশের স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষক কর্মচারি অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দারিয়াপুর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মন, ইলিয়াছ আলী, মোহাম্মদ আলী আজম, আজমাদ হোসেন, বিপ্লব ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অদৃশ্য শক্তি করোনার কারণে স্কুল দুইমাস ধরে বন্ধ রয়েছে। কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই। ফলে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তারা সরকারের কাছে প্রতিমাসে যেন করোনা সময়ে প্রণোদনার দেওয়ার দাবি জানান।