যবিপ্রবিতে তিনটি জেলার ৯ টি নমুনার মধ্যে ঝিনাইদহে ১ জনের করোনা পজিটিভ
রাকিব হোসেন (ঝিনাইদহ কোটচাঁদপুর প্রতিনিধি)
যবিপ্রবি জেনোম সেন্টারে তিনটি জে.লার ৯ টি নমুনার মধ্যে ঝিনাইদহের একটি পজেটিভ বাদে সবকটি নেগেটিভ এসেছে।
এদিকে ০৭-০৫-২০২০ ইং তারিখ সকাল ১০:৩৫ মিনিটের কোভিড-১৯ এর আপডেট তথ্য অনুযায়ী সিভিল সার্জন, ঝিনাইদহ এর করোনা সেল মুখপাত্র- ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান অফিসিয়ালভাবে আমাদের হাতে আরো ২ টি নমুনার ফলাফল এসেছে ।যার মধ্যে ১টা নেগেটিভ এবং #১পজেটিভ ।
সুতরাং মোট প্রাপ্ত #ফলাফলের সংখ্যা৩০৩+২=৩০৫
নেগেটিভ ২৭১+১=২৭২
পজেটিভ_৩২+১=৩৩
উপজেলা_ভিত্তিক_পজেটিভ_কেস:
সদর_৬
শৈলকুপা_৯+(১ নতুন) =১০
হরিনাকুন্ডু_১
কালীগন্জ_৯
কোটচাদপুর_ ৬
মহেশপুর_১
স্বাস্থ্য সেবা ও তথ্য সংক্রান্ত বিষয়ে জরুরী সেবা পেতে যোগাযোগ করুন ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ,০১৭১২১৮১১৩২, মেডিক্যাল অফিসার ও মূখপাত্র করোনা সেল, সিভিল সার্জন কার্যালয়, ঝিনাইদহ এর সংগে।
জার্নাল বাংলা/সাইফুল