ইন্দোনেশিয়ায় প্লেন বিধ্বস্ত; পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্লেনটির পাইলট নিহত হয়েছেন।মিশন এভিয়েশন ফেলোশিপ (এমএএফ) দ্বারা পরিচালিত প্লেনটি পাপুয়া প্রদেশের সেন্টানি হ্রদে বিধ্বস্ত হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে ১২ই মে এ কথা জানায়।
জয়পুরার চিফ পুলিশ ভিক্টর ডিন মকবোয়ান জানিয়েছেন, ১২ ই মে সন্ধ্যা দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, বিমানটি ‘টেক-অফ’-র প্রায় দুই মিনিট পরে দুর্ঘটনার কবলে পড়ে।
সিলাস পাপারে টিএনআই বিমান ঘাঁটি তথ্য অনুসারে, পাইলটের লাশ হ্রদের ১৩ মিটার নিচে প্লেনটি থেকে উদ্ধার করা হয়।
সূত্র : ভিয়েতনাম নিউজ এজেন্সি ( ভিএনএ)