বিল্লাল হোসেন রবিনের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক
ইসমাইল হোসেন মিলন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাবেক উপদেষ্টা বিল্লাল হোসেন রবিনের মা মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন।
বিল্লাল হোসেন রবিনের মায়ের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব নের্তৃবৃন্দ বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন বিল্লাল হোসেন রবিনের মাকে বেহেশত নসিব করেন।
তারা মরহুমার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।