আড়াইহাজারে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
আড়াইহাজারে জুয়েল (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলা বিশনন্দী ইউনিয়ণের টেঁটিয়া কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুরুজ আলীর ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রিয়াজ উদ্দিন জানান, বিশনন্দী ইউনিয়নের টেঁটিয়া কান্দাপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে জুয়েল সৌদি প্রবাসী।
মঙ্গলবার তারাবী নামাজ আদায় করে বাড়িতে গিয়ে পাশের বাড়ির শফিকুলের মাছের খামার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।
আত্মীয়-স্বজনরা খুঁজে তাকে না পেয়ে আনুমানিক রাত ১২টায় তাকে ওই খামারে জুয়েলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে স্বজনদের চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।
কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই দারোগা।