গাড়ি চালানো শিখতে গিয়ে বাবাকে পিষে মারল মেয়ে
আন্তর্জাতিক ডেস্ক
গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনাবশত বাবাকে পিষে হত্যা করেছে এক কিশোরী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
১৫ বছর বয়সী ওই কিশোরীর নাম গোপন রাখা হয়েছে। জানা গেছে, ফ্লোরিডার টাম্পা এলাকার একটি পার্কিংয়ে গাড়ি রাখার কৌশল জানতে চেয়েছিল ওই কিশোরী। সেখানেই সীমিত পরিসরে তাকে গাড়ি চালানো শেখানোর চেষ্টা করছিল তার বাবা।
কিন্তু ৪৬ বছর বয়সী বাবাকে দুর্ঘটনাবশত পিষে ফেলে তারই মেয়ে। গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে। গাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল তার বাবা। হঠাৎ করেই অজ্ঞতাবশত গাড়ি চলতে শুরু করে। এরপর বাবাকে পিষে দিয়ে গাড়ি গিয়ে একটি গাছে ধাক্কা লাগে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, মেয়ে তার বাবাকে নিয়ে আহাজারি করছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি আরো অনেক আগেই মারা গেছেন। বিষয়টি এখন তদন্ত করে দেখছে পুলিশ।
সূত্র : ৯নিউজ