বরিশালে আট পুলিশ সদস্যসহ ১২ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
বরিশালে গত ২৪ ঘণ্টায় একসঙ্গে আট পুলিশ সদস্য ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।
আক্রান্ত আটজন পুলিশ সদস্যের একজন টিএসআই এক জন এএসআই ও বাকিরা কনস্টেবল পদে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
এছাড়া পূর্বে আক্রান্ত এক পুলিশ সদস্য(ড্রাইভার)’র স্ত্রী (২২) ও শ্বশুর ( ৫৫) রয়েছে। এদের মধ্যে বাকি আট পুরুষ পুলিশ ( ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯)। এদের পাশাপাশি আগৈলঝাড়া উপজেলার পুরুষ বয়স (৩৫) বাসিন্দা, অপরজন বরিশাল নগরীর পুরুষ (৪২) বাসিন্দার দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর আরটি-পিসিআর ল্যাবে ২৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে বরিশালের ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
বরিশাল বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।