ঢামেকে করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এসব রোগীর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, মৃতরা হলেন কেরানীগঞ্জের সাইফুল ইসলাম (৬৫), রাজধানীর টিকাটুলী এলাকার রহিমা বেগম (৬৭), কুমিল্লার চান্দিনা এলাকার আব্দুল মান্নান (৬০), গাজীপুরের টঙ্গির আব্দুর রশিদ (৬৫), গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার সিদ্দিকুর রহমান (৬০), যাত্রাবাড়ীর কাজী রহিম (৩৮), গাজীপুরের নুরুল ইসলাম (৬০), নারায়ণগঞ্জের ফতুল্লার আওলাদ (৪৫) এবং রাজাধানীর জিনজিরা এলাকার মো. শহিদ (৪৮)।