দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬০২ ও মৃত্যু ২১
জার্নাল বাংলা ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ২১ জন। আর এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আর মারা গেছেন ৩৪৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।
আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৮ জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ১৬ হাজার ৫২০ জন।
আর আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ মানুষ। এছাড়াসুস্থ হয়েছে ১৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।