করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেনে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
গতকাল শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
ডা. আব্দুর রব বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। কিন্তু আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উনার এক দফা কার্ডিয়াক এ্যাটাক হয়। উনার হার্টে আগে থেকেই রিং পড়ানো ছিল।
এর আগে গত ১৭ মে মোরশেদুল আলমসহ পরিবারের ৬ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে।