মির্জাপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে দাদীর সঙ্গে অভিমান করে জুঁইমণি নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের দুবাই প্রবাসী সোহরাব হোসেনের মেয়ে এবং স্থানীয় ছানোয়ার বিদ্যানিকেতন নামে একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে জুঁইমণি ও তার বড় বোনের মধ্যে কথা কাটাকাটি হলে জুঁইমণির দাদী শাসন করতে তাকে থাপ্পড় মারে। পরে অভিমান করে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তৃতীয় শ্রেণি ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় পরিবারসহ গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।