পিরোজপুরে করোনা উপসর্গে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে মো. জাহাঙ্গীর কাজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহাঙ্গীর কাজী পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকার মৃত জোনাব আলী কাজীর ছেলে।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জাহাঙ্গীর কাজী চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসেন। তার করোনা উপসর্গ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ রাতেই স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করেছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।