লিভার সরোসিসে সিএমপির পুলিশ কনস্টেবলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) একজন সদস্য লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকালে কনস্টেবল মুহম্মদ গোলামুর রহমান (৪৮) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে।
তবে পুলিশের এই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য মৃত্যুর পর তার নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
শনিবার বাদ যোহর সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তার জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়।
কনস্টবল মুহম্মদ গোলামুর রহমানের (৪৮) গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায়। তার মৃত্যুতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।