নবাবগঞ্জে নতুন আরো ৮৯ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গতকাল শনিবার (৩০ মে) রাত ১২টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৮৯ জনের করোনা শনাক্তের বিষয়টি তাঁরা নিশ্চিত হন।
তিনি আরো জানান, গত রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাঠানো ১৯৫ জনের নমুনা হতে নতুন ৮৯ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও মৃত্যুবরণ করেছেন ২ জন।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে।