সাভারে আরও ২০ জনের করোনা শনাক্ত
বাবলু ইসলাম অর্ণব
সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সাভারে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪৪ জনে।
শনিবার (৩০ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে) ৫১ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার ফলাফলে এদের মধ্যে ২০ জনের নমুনার ফল করোনা পজিটিভ আসে।
সাভারে এ পর্যন্ত ১ হাজার ৯৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ৪৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন ৬ জন। আর সেরে উঠেছেন ৪১ জন। হোম আইসোলেশনে দুই শতাধিক আর বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।