মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন আটিয়া মামুদপুর গ্রামে আব্দুস সালাম ইউনূসের ছেলে। ইমন উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, দুপুরে ইমন নিজ ঘরে তাতাল দিয়ে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।