কাশিমপুর কারাগারে আবারো হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আবারো এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ওই হাজতির নাম জাহেদুল ইসলাম দুলাল (৩৮)। তিনি বরগুনা সদর থানার বদরখালী এলাকার সাদেম আলী বেপারীর ছেলে।
গতকাল শুক্রবার (৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রত্না রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সুপার বলেন, দুলাল ধামরাই থানায় হত্যা মামলার আসামি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন। গতরাত রাতে দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত দেড়টার দিকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গতকাল শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যান সারওয়ার সোহাগ (৩৫) নামের এক হাজতি। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারওয়ার সোহাগ মাদারীপুরের কালকিনি থানার লক্ষ্মীপুর পক্ষীরু গ্রামের আব্দুল মাজেদ হোসেনের ছেলে।