টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত
জার্নাল বাংলা ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী শরীফ (২৬) বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার হ্নীলা শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা ডাকাত শরীফ টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সালামের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এএসআই আজিজ ও আমির হোসেন নামে পুলিমের দুই সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত জড়ো হয়েছেন, এমন গোপন খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রোহিঙ্গা ডাকাতের পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ডাকাতের মরদেহ, দু’টি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।