ফরিদপুরের সালথা চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সালথা উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছেন।
শনিবার রাত ৯টায় উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামিদ খান (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খানের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভাতিজার ওপর হামলা চালায় চাচা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সালথা থানার ওসি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।