কচুয়ায় ২৪ ঘণ্টায় দুই কিশোরের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের কচুয়া উপজেলায় দুই কিশোর আত্মহত্যা করেছে। তাদের একজনের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় এবং অপরজন বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য পাওয়া যায়।
রবিবার বিকাল চারটার দিকে কচুয়া উপজেলার গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, ধোপাখালী ইউনিয়নের ঝালডাঙ্গা গ্রামের নজরুল শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (১৭) প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। আজ সকালে জাহাঙ্গীরের মা বাড়িতে তার কক্ষে গিয়ে দেখেন, গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে সে ঝুলে আছে। জাহাঙ্গীরের বড় ভাই লিটন শেখ লিখিত অভিযোগে জানান, পাইকপাড়া গ্রামের এক মেয়ের সাথে তারা ভাইয়ের সম্পর্ক ছিল। শনিবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এই শোকে জাহাঙ্গীর আত্মহত্যা করে। এ বিষয়ে কচুয়া থানায় ইউডি মামলা হয়েছে।
অপরদিকে, গজালিয়া গ্রামের জাকির শেখের ছেলে তামিম শেখ (১৬) বাবার কাছে টাকা চেয়ে পায়নি। এই অভিমানে শনিবার সকালে সে বিষপান করে। হাসপাতালে নিলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।