পিকআপ ভ্যানবোঝাই চোরাই তার,আটক ৩
সাইফুল-শাওন
সাভারে মধুমতি মডেল টাউন এলাকা থেকে চোরাইকৃত ৮ হাজার ৫০০ কেজি তারসহ চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকা থেকে ভর্তি চোরাই তার উদ্ধার করা হয়।
চোরাই সিন্ডিকেটের আটকৃতরা হলেন- গাজীপুর জেলার এমদাদুল ইসলাম(৩৬),পাবনা জেলার মোঃ নাসির(২৬) ও ভোলা জেলার লোকমান হোসেন(৫৩)
র্যাব জানায়,গতকাল রাতে কিছু অসাধু লোক চোরাই ইলেক্ট্রিক তার বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র্যাব।
এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থেকে ৮হাজার ৫০০ কেজি চোরাই ইলেক্ট্রিক তার উদ্ধার করা হয়।জব্দ করা হয় তার চুরির কাজে ব্যবহৃত চারটি কাটার ও একটি ওয়েট মেশিনসহ পিকআপ ভ্যানটি।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান হতে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলো।তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।